নরসিংদীতে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের আলোচনা

২১ জানুয়ারি ২০২০, ০৫:১৯ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১১:৫২ পিএম


নরসিংদীতে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের আলোচনা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজী নাসির উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে আলোচনা সভা করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এ সময় অফিসার ইনচার্জ স্থানীয়ভাবে টেঁটাযুদ্ধ, মাদক, ইভটিজিং বাল্যবিবাহ ও এর কুফলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলকে আহবান জানানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও আলোচনা করেন।

ইভটিজিং এর মতো অপরাধ থেকে সকলকে বিরত থাকার এবং কেউ ইভটিজিং এর শিকার হলে নরসিংদী মডেল থানায় অথবা ৯৯৯ নম্বরে ফোন করার জন্যও অনুরোধ করেন ওসি।



এই বিভাগের আরও