নরসিংদীতে প্রকৃতি মেলা উপলক্ষে আলোচনা সভা

০৩ জানুয়ারি ২০২০, ০৮:৪০ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০২:৪২ এএম


নরসিংদীতে প্রকৃতি মেলা উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এই স্লোগানকে সামনে রেখে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।

চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ রায়, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরে আলম রনি ও মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহীন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সেলিম মিয়া, দ্যা ইন্ডিপেন্ডেন্ট এর জেলা প্রতিনিধি মাহবুবুল আলম, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ এর পলাশ উপজেলা প্রতিনিধি আল আমিন মিয়া, দৈনিক গ্রামীণ দর্পণের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান মিঠুন, নরসিংদী প্রতিদিন এর সহ-সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, ব্যবসায়ী সাজু ভূইয়া ও আমিনুলসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, আমাদের পরিবেশ ও প্রকৃতি বাঁচাতে আমাদেরকে আরো সচেতন হতে হবে। পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। চ্যানেল আই প্রকৃতি মেলার মাধ্যমে মানুষ প্রকৃতি সম্পর্কে আরো সচেতন হবে। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।



এই বিভাগের আরও