নরসিংদী সরকারী গণ গ্রন্থাগারের পুরস্কার বিতরণ

১৭ অক্টোবর ২০১৯, ০৫:৪২ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম


নরসিংদী সরকারী গণ গ্রন্থাগারের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী সরকারী গণ গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরস্কার বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নরসিংদী সরকারী গণ গ্রন্থাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রন্থাগারের লাইব্রেরীয়ান শামীম আরা সুবর্ণা’র সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) সাখাওয়াত জামিল সৈকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লাইব্রেরীর পাঠক আল আমিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী মডেল কলেজের উপাধ্যক্ষ মো: রাজি উল্লাহ রাজিব। অতিথিদের আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাছুম রায়হান শিকদার, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার, গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান জাকিয়া আফরোজ সুমী, কবিতা রানী গৌড় উপস্থিত ছিলেন।
শেষে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় সরকারী গণ গ্রন্থাগারে শিশুদের খেলার উপকরণ “টয় ব্রিকস” কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



এই বিভাগের আরও