দালালের বিরুদ্ধে মামলা করায় হামলার শিকার সৌদী ফেরত এক নারী

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৩ পিএম | আপডেট: ১৭ মে ২০২৪, ০৪:৫৩ পিএম


দালালের বিরুদ্ধে মামলা করায় হামলার শিকার সৌদী ফেরত এক নারী

শরীফ ইকবাল রাসেল:
দালালের খপ্পড়ে পড়ে সৌদী আরব গিয়ে প্রতারিত হয়ে দেশে ফেরা নূরী বেগম (৩৭) নামে এক নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতাবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতারনার দায়ে মানিক মিয়া (৪০) নামে স্থানীয় এক দালালের বিরুদ্ধে মামলা করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওই নারীর।
গত ১৯ সেপ্টেম্বর নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভর সাঙ্গান গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

প্রতারিত হয়ে দেশে ফেরা গৃহকর্মী ভর সাঙ্গান গ্রামের বাসিন্দা নূরী বেগমের অভিযোগ, রিকশা চালক স্বামীর অভাব অনটনের ৪ সদস্যের সংসারে দিন চলছিল তার। অভাব আর অনটনের সুযোগ নিয়ে দেড় বছর আগে প্রতিবেশী অহিদ মিয়ার (অহু মিয়া) ছেলে দালাল মানিক মিয়া নূরী বেগমকে গৃহকর্মীর কাজে সৌদী আরবে পাঠানোর প্রলোভন দেখায়।
বিনাপয়সায় বিদেশে গিয়ে গৃহকর্মী হিসেবে ২৪ হাজার টাকা মাসিক বেতনে কাজ পাওয়ার প্রলোভনে পড়েন নূরী বেগম। ১০ হাজার টাকা খরচ করে পাসপোর্ট তৈরি করে তুলে দেন দালাল মানিকের হাতে। পাসপোর্ট হাতে পেয়ে মানিক তার কাছে থেকে কৌশলে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।


২০১৮ সালের ১১ জুলাই ঢাকা বনানী এলাকার মো: মিজানুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন মেসার্স এ্যালিজেন্ট নামে একটি রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে বিমানযোগে সৌদি আরবে যান নূরী বেগম। সৌদি আরব যাওয়ার পর গৃহকর্মী নূরীকে যৌনকাজে ব্যবহার করার চেষ্টা করে বাসার লোকজন। যৌনকাজে রাজি না হওয়ায় তার ওপর শুরু হয় অত্যচার আর নির্যাতন। ৩ মাস পর বাসার লোকজন কাগজপত্র রেখে নূরী বেগমকে মেরে আহত করে মরুভূমিতে ফেলে দেয়। সেখান থেকে সৌদি পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। দুই মাস সৌদি আরবে জেল খাটার পর ২০১৮ সালের ২৯ নভেম্বর এক লাখ পঁচিশ হাজার টাকা পাওনা বেতন রেখেই বাংলাদেশ সরকারের সহায়তায় দেশে ফিরে আসেন নূরী বেগম।


দেশে ফিরে দালাল মানিকের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে মাধবদী থানায় মামলা করায় দালাল চক্রের হুমকির মুখে বাড়িছাড়া হয় নূরী বেগম। গত ১৯ সেপ্টেম্বর নিজের ভিটেবাড়ি দেখতে দুই বোন আনেছা ও নেছাকে সাথে নিয়ে বাড়িতে যায় নূরী বেগম। এ খবর জানতে পেরে দালাল মানিক তার বাহিনী নূরী বেগমসহ তার দুই বোনকে মেরে রক্তাক্ত জখম করে খোলা মাঠে ফেলে দেয়। এসময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে এ হামলার ঘটনায় নূরী বেগমের বড় বোন নেছা বেগমের স্বামী সুরুজ মিয়া মাধবদী থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু তাহের দেওয়ান বলেন, নূরীকে মারধোর করার ঘটনাটি তদন্ত করা হয়েছে। থানায় অভিযোগ দেয়ার পর পর মামলাটি নথিভূক্ত করা হয়েছে।



এই বিভাগের আরও