নরসিংদীতে ৬৫ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৮:২২ এএম


নরসিংদীতে ৬৫ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মামুন কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার নয়াচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী শহরের পূর্ব ব্রা‏হ্মন্দী মহল্লার ভাড়া বাসা হতে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম, বার) তাকে গ্রেফতার করেন।


আব্দুল গাফফার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শহরের পূর্ব ব্রা‏হ্মন্দী মহল্লায় মাদক ব্যবসায়ী রাজিবের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।



এই বিভাগের আরও