ভেলানগরের সেই ময়লার ভাগাড় এখন ফুলের বাগান
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:০২ পিএম | আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন স্থানটি ছিলো ময়লার ভাগাড়। পথচারী ও আশেপাশের লোকজনের নিয়মিত ফেলা বর্জ্যে স্থানটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় দুর্গন্ধে টিকতে পারছিলেন না পথচারী ও এলাকাবাসী। নাক মুখ চেপে ধরে পাশ কাটিয়েই যেন বেঁচে যেতেন সকলে।
পাঁচদিনের ধারাবাহিক চেষ্টায় এই মললার ভাগাড় থেকে প্রায় চল্লিশ টন ময়লা আবর্জনা সরিয়ে সেখানে করা হয়েছে ফুলের বাগান। এখন সেখানে কেউ ময়লা আবর্জনা ফেলেন না।
ময়লার ভাগাড়ে ফুলের বাগান তৈরি করার মহতি উদ্যোগটি বাস্তবায়ন করেছে “বিডি ক্লিন নরসিংদী” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের এ উদ্যোগটি এরই মধ্যে স্থানীয়দের মধ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রসংশিত হয়েছে। পরিচ্ছন্ন এই স্থানটি যেন পুণরায় ময়লার ভাগাড়ে পরিণত না হয় সেজন্য স্থানীয়দের সচেতনতা প্রত্যাশা করছে সংগঠনটি।
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, নরসিংদীর সহ-সমন্বয়ক তৌকির আহম্মেদ নরসিংদী টাইমসকে বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বুকে ধারণ করে সপ্তাহের একটি নির্দিষ্ট দিন একটি স্থান নির্দিষ্ট করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি। এতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নিয়ে থাকে সংগঠনের সদস্যরা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নরসিংদীর ভেলানগরস্থ (ভৈরব বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন) ময়লার ভাগাড়টি পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হয়। গত ৩০ আগষ্ট স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় ৫০ জন বিডি কিন সদস্য ওই ময়লার ভাগাড়টি পরিস্কার করতে একত্রিত হয়। কিন্তু বিপুল পরিমাণ ময়লা দেখে টেকনিক্যাল সাপোর্ট না থাকায় ডাম্পিং করা নিয়ে বিপাকে পড়েন তারা।
এসময় সকলের পরামর্শক্রমে নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল মোল্লার সাথে দেখা করে তাদের উদ্যোগের কথা জানানো হয়। মহতি উদ্যোগের কথা জেনে কাউন্সিলর দ্রুত ময়লা সরানোর জন্য পৌরসভা থেকে একটি ট্রাক ব্যবস্থা করে দেন।
টানা পাঁচদিন কাজ করে ময়লার ভাগাড় থেকে প্রায় ছয় ট্রাক ময়লা আবর্জনা সরিয়ে নেয় বিডি ক্লিনের সদস্যরা। ময়লা পরিষ্কারের সঙ্গে সঙ্গেই সড়ক ও জনপথ বিভাগের এই জায়গা দখলে নিতে থাকে স্থানীয় ব্যবসায়ীরা। পরে দখলকারীদের বুঝিয়ে ময়লার ভাগাড় পরিষ্কার শেষে সেখানে ফুলের বাগান তৈরি করা হয়। এসময় ফুলের বাগান তৈরিতে ফুলের চারা দিয়ে সহযোগিতায় এগিয়ে আসেন পার্শ্ববর্তী এক রড সিমেন্ট ব্যবসায়ী।
বিডি ক্লিন নরসিংদীর সদস্যরা শিক্ষার্থী হয়েও নিজেদের টিফিনের টাকায় ও স্বেচ্ছাশ্রমে এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে। এখনো নিয়মিত ফুলের বাগানটি পরিচর্যা করছে সদস্যরা।
বিডি ক্লিন নরসিংদীর সমন্বয়ক নূর মোহাম্মদ নরসিংদী টাইমসকে বলেন, সংগঠনটির যাত্রা শুরুর পর বিগত এক বছরে সদস্যদের স্বেচ্ছাশ্রমে নরসিংদী জেলায় ৪০টি স্পটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আমরা ধারাবাহিকভাবে জেলার সবগুলো স্থানকে পরিচ্ছন্ন করতে চাই। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেসব স্থান যেন পুণরায় ময়লার ভাগাড়ে পরিনত না হয় সেদিকে সকলের সচেতনতা প্রয়োজন। স্থানীয় প্রশাসন যদি সেক্ষেত্রে নজরদারি করেন তাহলে আমরা পরিচ্ছন্ন নরসিংদী গড়তে সক্ষম হবো বলে আশাবাদী।
তিনি আরও বলেন, যদি প্রশাসন আমাদের উদ্যোগের পাশে দাড়ায় তাহলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেল খানা মোড় থেকে ভেলানগরস্থ (ঢাকা বাসষ্ট্যান্ড) দুই পাশ দখল মুক্ত করে পরিচ্ছন্ন একটি এলাকা তৈরি করা সম্ভব হবে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে পরিচ্ছন্ন ও মডেল নরসিংদী উপহার দেয়ার লক্ষেই আমরা কাজ করে যাবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত
- ৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কমবেশি হতে পারে: এড. মোয়াজ্জেম হোসেন হেলাল
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- নরসিংদীতে রথযাত্রা উৎসব পালিত
- ৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলেও আগামী দিনে প্রার্থী কমবেশি হতে পারে: এড. মোয়াজ্জেম হোসেন হেলাল