যুবলীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন

০৮ আগস্ট ২০১৯, ১১:৩১ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম


যুবলীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে পুলিশ সুপার ও জেলা প্রসাশকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে নরসিংদী শহর আওয়ামী যুবলীগের ব্যানারে যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতারা প্রেসকাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে যুবলীগ নেতা সোহেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে নারী-পুরুষ ও নেতাকর্মী সহ এলাকাবাসী অংশ নেয়। এসময় বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রঞ্জন সাহা সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।



এই বিভাগের আরও