এই সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: খায়রুল কবির খোকন
০৭ আগস্ট ২০১৯, ০৭:৪৯ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৯:১১ পিএম

নিজস্ব প্রতিবেদক:
এই সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রীর উল্লেখযোগ্য কোন পদক্ষেপ চোখে পড়েনি। তাই ডেঙ্গু সারাদেশে মহামারী আকার ধারন করে বাড়ছে মৃত্যুর মিছিল। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ চেয়ে তিনি আরও বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শহরের বিভিন্ন স্থানে মশা নিধক স্প্রে করতে হবে। এ ক্ষেত্রে পৌরসভাগুলোও ব্যর্থ। মশার ঔষুধ ছিটানো হলেও মশা মরছে না।
এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে তিনি বলেন, সরকার ষড়যন্ত্র করে দেড় বছর যাবৎ খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছেন। এর চেয়ে বড় দাগী আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ তিন বারের প্রধানমন্ত্রীর সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। তাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে নামা হবে।
এর আগে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নরসিংদী আদালত প্রাঙ্গন থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে নরসিংদী রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর এলাহী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, শহর বিএনপির সহ-সভাপতি সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহাম্মেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, আনোয়ার হোসেন আনু প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী