বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকরের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

০৭ আগস্ট ২০১৯, ১২:২৪ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩২ এএম


বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকরের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ নরসিংদী জেলা শাখা।


আজ বুধবার (৭ আগস্ট) সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী প্রেস কাবের সামনে মানববন্ধনে অংশ নেয় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
কূটনৈতিক সহযোগিতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পলাতক থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ১৫ আগস্টের মধ্যে দেশে ফিরিয়ে আনা এবং তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি মো. মমতাজ উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন, আইন ছাত্র পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শাদেকুর রহমান সরকার খোকা, এডভোকেট নজরুল ইসলাম রিপন (জিপি), কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. হারুনুর রশিদ, এডভোকেট শহিদুল ইসলাম রনি, এডভোকেট খন্দকার হালিম, এডভোকেট অনোয়ার ফরাজী প্রমূখ।

 



এই বিভাগের আরও