অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

০৬ আগস্ট ২০১৯, ০৬:২০ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম


অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক ॥
অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী সমিতি নরসিংদীর উদ্যোগে শিক্ষাবৃত্তি, জরুরি চিকিৎসা সহায়তা ও নগদ অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।


সমিতির সভাপতি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আমরা যারা সরকারী কর্মচারী রয়েছি তারাও একদিন এই অবসরের তালিকায় যুক্ত হতে হবে। তাই চাকুরিতে থেকে যতদিন সম্ভব মানুষের জন্য কিছু করার ততটাই মানুষে হিসেবে করে যেতে হবে।
এসময় প্রধান অতিথি সমিতির সদস্যদের আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, জরুরী চিকিৎসা সহায়তা ও নগদ অনুদান বিতরণ করেন।



এই বিভাগের আরও