ডেঙ্গু প্রতিরোধে নরসিংদী জেলা ছাত্রলীগের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

০২ আগস্ট ২০১৯, ০৬:০৮ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ এএম


ডেঙ্গু প্রতিরোধে নরসিংদী জেলা ছাত্রলীগের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

তৌহিদুর রহমান ॥
ডেঙ্গু প্রতিরোধ করতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ। কর্মসূচীর মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল আলম মিন্টুর নেতৃত্বে নরসিংদী সদর হাসপাতাল এর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা করা ও ফগার মেশিন দিয়ে মশার ওষুধ স্প্রে করা হয়।


বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনে থেকেই এই কর্মসূচি শুর করা হয়। কর্মসূচিতে নরসিংদী জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।


জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিবুল আলম মিন্টু জানান, ছাত্রলীগ সারা বাংলাদেশে দেশ জুড়ে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নরসিংদী জেলা ছাত্রলীগ মানব সেবায় উদ্বুদ্ধ হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচার প্রচারণা, পরিষ্কার-পরিচ্ছনতা ও মশার ওষুধ স্প্রে করে ডেঙ্গু প্রতিরোধের চেষ্টা করছে। ছাত্রলীগ দেশের মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও যে কোন দুর্যোগে দুর্ভোগে আমরা আমাদের সব শক্তি নিয়ে মাঠে থাকার প্রত্যাশা রাখি।



এই বিভাগের আরও