পাঁচদোনায় গলাকাটা গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক সভা

২৭ জুলাই ২০১৯, ১১:৫০ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৮ এএম


পাঁচদোনায় গলাকাটা গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক সভা
নিজস্ব প্রতিবেদক :
দেশে চলমান গলাকাটা গুজব নিয়ে অস্থিতিশীল পরিবেশে যাতে কেউ না জড়ায় এজন্য শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে শনিবার (২৭ জুলাই) বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় গলাকাটা ও গণপিটুনি গুজব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বক্তব্য রাখেন নরসিংদীর সহকারী পুলিশ সুপার শাহেদ আহমেদ। শিক্ষার্থী ছাড়া এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূঁইয়া বাচ্চু ,মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
 
সহকারী পুলিশ সুপার এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গলাকাটা এবং পদ্মা সেতুতে মাথা লাগবে এসব গুজব যাতে এলাকায় কেউ না ছড়ায সেদিকে খেয়াল রাখার পাশাপাশি এলাকায় সন্দেহমূলক কোন ব্যক্তি দেখা গেলে গণপিটুনি না দিয়ে পুলিশকে অবহিত করতে হবে। 


এই বিভাগের আরও