পাবলিক সার্ভিস ডে উপলক্ষে সম্মাননা প্রদান

০১ জুলাই ২০১৯, ০৯:৪৯ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম


পাবলিক সার্ভিস ডে উপলক্ষে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক ॥
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে উপলক্ষে নরসিংদীতে র‌্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৩০ জুন) সকালে সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হাসান, সিভিল সার্জন ডা: মো: হেলাল উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. এটি এম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্য কান্ত দাস, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।


অনুষ্ঠানে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস ডে উপলক্ষে বঙ্গবন্ধুর ৩টি স্মরণীয় ভাষণ এর ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিকী, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির, রায়পুরা প্রাথমিক শিক্ষক ইনস্টিটিউট, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: আবু কাউসার সুমন, নরসিংদী সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) এটিএম ফরহাদ চৌধুরী, জেলা প্রশাসন কার্যালয়ের সাবেক সিনিয়র ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুল হক, জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি নেজারত (এনডিসি) আরাফাত মোহাম্মদ নোমান ও পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মো: আমীরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।



এই বিভাগের আরও