নরসিংদীতে ছাত্রীর গায়ে আগুন দেয়ার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন
১৭ জুন ২০১৯, ০২:০৬ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০১:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে কলেজ ছাত্রী ফুলন রানী বর্মণ (২২) এর গায়ে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৭ জুন) দুপুরে শহরের উপজেলা মোড়ে প্রেসকাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও স্বজনরা অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগুনের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ জুন) রাতে নরসিংদী শহরের বীরপুর মহল্লার বর্মণপাড়ায় নিজ বাড়ির পাশে ফুলনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তাঁর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। ফুলন রানী বর্মণ নরসিংদী পৌরসভার বীরপুর মহল্লার বর্মণপাড়ার যোগেন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আব্দুল গাফফার জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সঞ্জিব রায়, ইব্রাহিম ও সোহাগ সূত্রধর নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আগুনে দগ্ধ হওয়ার ঘটনার পর থেকে ঘটনার তদন্তে মাঠে নামে থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল। ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল, দিয়াশলাইয়ের বক্স, ওড়না, পোড়া চুলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে ফুলনের বাবা যোগেন্দ্র চন্দ্র বর্মণ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী