হাজীপুরে “নূর খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠাকল্পে সভা অনুষ্ঠিত

১৪ জুন ২০১৯, ১১:৩৬ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম


হাজীপুরে “নূর খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠাকল্পে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী-১ (সদর) আসনে পর পর চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রয়াত সামসুদ্দীন আহমেদ এছাক এর প্রস্তাবিত ‘নূর খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠাকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে (১৩ জুন) আরশীনগরে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত সামসুদ্দীন আহমেদ এছাক এর পরিবারের সদস্যরা জানান, নরসিংদী সদরের ঘনবসতিপূর্ণ এলাকা নরসিংদী পৌর এলাকার বৌয়াকুড় ও বীরপুর মহল্লা এবং হাজীপুর ইউনিয়ন এলাকার কেন্দ্রস্থল আরশীনগর কালীবাবুর ব্রীজ সংলগ্ন নদীর তীরে সামসুদ্দীন আহম্মেদ এছাক বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জায়গা নির্ধারণ করে কিছু নির্মাণ কাজও করেছিলেন। কিন্তু জীবদ্দশায় মায়ের নামে এ বিদ্যালয়টি বাস্তবায়নের কাজ শেষ করতে পারেননি তিনি। দীর্ঘদিন পর বর্তমান সামাজিক প্রেক্ষাপটে গভীরভাবে বিদ্যালয়টির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন এলাকাবাসী। দীর্ঘ ১৫ বছর পর বিদ্যালয়টি বাস্তবায়নের জন্য উদ্যোগী হয়েছেন এলাকাবাসী।

এ প্রেক্ষাপটে মরহুম সামসুদ্দিন আহম্মেদ এর বড় ছেলে মোঃ হারুন-অর-রশিদ এর আহ্বানে এলাকাবাসীর সমন্বয়ে বৃহস্পতিবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মোঃ ওমর আলী প্রধান।
এতে উপস্থিত ছিলেন প্রয়াত সামসুদ্দীন আহম্মেদ এছাকের সহধর্মিনী সাবেক এমপি বেগম রোকেয়া আহম্মেদ লাকী। শুরুতে বিদ্যালয়টির প্রয়োজনীয়তা তুলে ধরে তা প্রতিষ্ঠার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করে স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত এমপির পুত্র মোঃ হারুন-অর-রশিদ।


সামসুদ্দীন আহম্মেদ এছাক সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক ও বাদুয়ারচর কাী আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অঙ্গীকার করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিরাম দাস, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কেশব দাস, রাশিদীয়া সোপ ফ্যাক্টরীর ম্যানেজিং ডিরেক্টর মোজাম্মেল হক ভূঞা, রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আবুল বাশার, প্রয়াত এমপি পুত্র কবির আহম্মেদ, নাসির আহম্মেদ ও শাহরিয়ার সামস্ কেনেডি, হাজীপুরের সমাজ সেবক নাদির সরকার ও নাসির উদ্দিন সরকার, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাংবাদিক হলধর দাস, সমাজ সেবক জাহাঙ্গীর প্রধান, আকরাম হোসেন, মলয় বর্মণ, গৌরাঙ্গ দাস, শামসু মিয়া, লাল মিয়া শিকদার, টিপু সুলতান, জয়দেব বর্মণ, শাহজাহান মোক্তার, শাজাহান প্রধান, আলীনূর হোসেন, সুকুমল দাস, শংকর দাস, বীরপুরের সমাজ সেবক আব্দুল মোমেন প্রমুখ।


বিদ্যালয়টি প্রতিষ্ঠায় অনেকেই সভায় এককালীন অনুদান প্রদান এবং প্রয়োজনে আরো অনুদান দেয়ার ঘোষণা দেন। আগামী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যালয়টি চালু করার সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়।



এই বিভাগের আরও