হাজীপুরে শশুড় শাশুড়ির মাদক ব্যবসায় রাজি না হওয়ায় অগ্নিদগ্ধ গৃহবধুর মৃত্যু
৩০ মে ২০১৯, ০২:৩১ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পিএম

নিজস্ব প্রতিবেদক ॥
শশুড় শাশুড়ির কথামতো যৌতুক না দেয়া ও মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ৪০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন জান্নাতি আক্তার (১৮) নামে অগ্নিদগ্ধের শিকার এক গৃহবধু।
ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে বৃহস্পতিবার (৩০ মে) ভোর রাতে তার মৃত্যু হয়। এর আগে ২১ এপ্রিল ভোরে নরসিংদীর হাজিপুরে শশুড় বাড়িতে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন দেয়া হয়।
নিহত জান্নাতি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামের শরীফুল ইসলাম খানের মেয়ে ও পার্শ্ববর্তী চরহাজীপুর গ্রামের মাদক ব্যবসায়ী হুমায়ুন ও শান্তি বেগম দম্পত্তির পুত্রবধূ। জান্নাতি গত বছরের ঈদুল আযহার দিনে প্রেমের টানে পালিয়ে বিয়ে করেছিল হুমায়ুনের ছেলে শিপলু ওরফে শিবুকে।
নিহত জান্নাতির দাদা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান জানান, প্রেমের টানে পালিয়ে বিয়ে করার পর জান্নাতিকে পুত্রবধু হিসেবে মেনে নিতে পারছিল না শশুড় শাশুড়ি মাদক ব্যবসায়ী হুমায়ুন ও শান্তি বেগম। প্রায় সময়ই জান্নাতিকে তাদের কথামতো মাদক ব্যবসায় সহযোগিতা করার জন্য চাপ দিতো পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শশুর শাশুড়ি। জান্নাতি এতে রাজি না হওয়ায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করা হয়। নির্যাতন সইতে না পেরে একাধিকবার পিত্রালয়ে ফিরে আসে জান্নাতি আক্তার। পরবর্তীতে আর নির্যাতন না করার শর্তে জান্নাতিকে শশুড় বাড়িতে ফিরিয়ে নেয় তারা। পরে আবারও নির্যাতন শুরু হলে জান্নাতি বাধ্য হয়ে ঢাকায় তার বাবার বাসায় চলে যায়। পরে সেখান থেকে স্বামী শিবুর অনুরোধে আবারও শশুড় বাড়ি ফিরে আসে জান্নাতি।
আসার পর শশুর শাশুড়ি ও ননদ ফাল্গুনি ওইদিন রাতভর ঝগড়া করে জান্নাতির সঙ্গে। এসময় তারা শশুড় বাড়িতে থাকতে চাইলে তিন লাখ টাকা যৌতুক ও মাদক ব্যবসায় সহযোগিতা করতে হবে বলে চাপ দেয়। এক পর্যায়ে গৃহবধু জান্নাতি নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় ভোরে (২১ এপ্রিল) জান্নাতির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
এসময় তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভায়। পরে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধুর পরিবারের পক্ষ থেকে নরসিংদী আদালতে একটি মামলা দায়ের করা হয়।
ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ৪০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (৩০ মে) ভোরে মৃত্যু ঘটে জান্নাতি আক্তারের।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, পরিবারের পক্ষে অগ্নিদগ্ধের ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল। আহত জান্নাতি মারা গেছে কী না এমন খবর আমরা এখনও পাইনি।
অভিযুক্ত শশুড় শাশুড়ি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কী না সে বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে পারেননি ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত