নরসিংদীতে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

০৮ মে ২০১৯, ০৩:৪৩ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৪৮ এএম


নরসিংদীতে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ॥
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৮ মে) সকালে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়।
পরে একটি র‌্যালী বের হয়ে কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের সহ সভাপতি প্রফেসর অহিভূষন চক্রবর্তীর সভাপতিত্বে স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. মাহবুব উল করীম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা: মো: হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান ও রেড ক্রিসেন্ট নরসিংদী ইউনিটের সেক্রেটারী হাজী আ: সাত্তার প্রমুখ।



এই বিভাগের আরও