গ্রেপ্তার হচ্ছে না মহসিন হত্যা মামলার প্রধান আসামী, ন্যায় বিচার নিয়ে শংকায় পরিবার
২৯ এপ্রিল ২০১৯, ০৮:৩৮ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া সোনাতলার চাঞ্চল্যকর মহসিন হত্যা মামলার প্রধান আসামী আব্দুল কাদির প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার না হওয়ায় ন্যায় বিচার নিয়ে শংকা প্রকাশ করেছেন নিহতের পরিবার। মামলার বাদীকে অপহরণ করাসহ মামলা তুলে নিতে নিহত মহসিনের পরিবারকে অব্যাহতভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ এপ্রিল) বিকালে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী জয়নাল মিস্ত্রী ও পরিবারের সদস্যরা।
তবে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান হত্যা মামলার আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে হত্যা মামলার বাদী ও নিহত মহসিনের চাচা জয়নাল মিস্ত্রী জানান, চলতি বছরের গত ৬ মার্চ পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে দিনদুপুরে মহসিনকে কুপিয়ে হত্যা করে একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল কাদিরসহ প্রতিপক্ষের লোকজন। যা টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছিল। এ হত্যার ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করার পর আমাদের সহায়তায় তিন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। আরও এক আসামী পার্শ্ববর্তী থানায় অন্য একটি অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছে।
কিন্তু মামলার প্রধান আসামী আব্দুল কাদির প্রকাশ্যে বীরদর্পে এলাকায় ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। হত্যার দুই মাস অতিবাহিত হলেও ১ নম্বর আসামী কাদির প্রকাশ্যে ঘুরে উল্টো আমাকে মামলা উঠিয়ে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। অন্যথায় স্বপরিবারে হত্যার হুমকি প্রদান করছে। হত্যা মামলার প্রধান আসামী হয়েও দিব্যি সে বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে মামলাকে নস্যাৎ করার অপচেষ্টা করছে। এতে আমরা ন্যায় বিচার পাওয়া নিয়ে শংকিত।
তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় নরসিংদী বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন লোক চোখ বেঁধে আমাকে উঠিয়ে নিয়ে যায়। বিভিন্ন স্থানে চোখ বেঁধে ঘুরানোসহ তিনদিন একটি বদ্ধ ঘরে আটক রাখা হলে সেখান থেকে (রবিবার ২৮ এপ্রিল) কৌশলে পালিয়ে আসি। এ ঘটনায় আমার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেন।
হত্যা মামলার প্রধান আসামী আব্দুল কাদির প্রকাশ্যে ঘুরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। আমার ভাই রমজান মিয়া পেশায় একজন পিকাপ চালক। মামলা উঠিয়ে নিতে আসামীদের অব্যাহত হুমকির কারণে সে কোথাও পিকাপ নিয়ে যেতে না পারায় উপার্জন বন্ধ হয়ে গেছে। এসব বিষয় পুলিশকে অবগত করা হলেও কোন অদৃশ্য ইশারায় আসামী কাদির গ্রেপ্তার হচ্ছে না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, মহসিন হত্যা মামলার চার আসামী এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামী কাদির পলাতক রয়েছে, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত
- নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
- হাজীপুরে চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার মেম্বারের বাড়ি হতে উদ্ধার
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত