আরশীনগরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
২০ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১০:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী শহরের আরশীনগর বটমূলে সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমী কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সমাপনী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিভা শিল্পী গোষ্ঠীর সভাপতি বেগম রোকেয়া আহমেদ লাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নরসিংদী কমার্স কলেজের অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী জজ কোর্টের আইনজীবী কে.এম শাহনূর শাহ বাবু, সাতমোড়া, নবীনগর আনন্দ আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী জয়দেব বর্মণ, সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমীর সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন।
সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমীর শিল্পীরা। অনুষ্ঠানে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলোর সংগীত, নাটক ও নৃত্য শিল্পীদের সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এর আগে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকালে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমীর সভাপতি হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলো- সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমী ও আমরা ক’জন সুরেশ্বরী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জজকোর্টের আইনজীবী শহিদুল্লাহ শিকদার, নবীনগর আনন্দ আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী জয়দেব বর্মণ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সুর লহোরী শিল্পী গোষ্ঠী।
দ্বিতীয় দিন আলোচনা সভায় অংশ নেন, নরসিংদী বালিকা বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু জ্যোতিরাম দাস, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ: মতিন ভূঁইয়া।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় নীলাম্বরী ললিতকলা সংগীত একাডেমী ও বিট এন্ড বয়েস নরসিংদী।
তৃতীয় দিন আলোচনা করেন, আলোকবালী এ.এম.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদীন, পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল হক চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ওয়েস্টার মিউজিক স্কুল ও সতীর্থ সংগীত একাডেমী।
চতুর্থ দিন আলোচনায় ছিলেন, লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফজাল হোসেন কাজল, দক্ষিন মির্জানগর আছমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তোফাজ্জল হোসেন, চরদীঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কামরুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল আমরা ক’জন সুরেশ্বরী ও এস.এম টিভি নরসিংদী।
৫ম দিনে আলোচনা সভায় অংশ নেন বেলাব সরকারি হোসেন আলী কলেজের সহকারী অধ্যাপক মো: সফিকুল ইসলাম বকুল, নরসিংদী সংবাদপত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মু. নাছিবুর রহমান খান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নজরুল একাডেমী, শেষে মতিউর রহমান পরিচালিত নাটক গরীবের আর্তনাদ মঞ্চস্থ করা হয়।
৬ষ্ঠ দিনে আলোচনা সভায় অংশ নেন, ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদ, নরসিংদী সংবাদপত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার কামাল, বর্তমান সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া। এদিনে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল ব্যান্ড চাতক।
বিভাগ : নরসিংদীর খবর
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন