নরসিংদীর ইউএমসি জুটমিলের চাঁদপুর ইউনিটে অগ্নিকাণ্ড

৩০ মার্চ ২০১৯, ১১:৩৬ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০১:১৭ এএম


নরসিংদীর ইউএমসি জুটমিলের চাঁদপুর ইউনিটে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক॥
দেশের অন্যতম বৃহৎ নরসিংদীর ইউএমসি জুটমিলের চাঁদপুর ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মার্চ) রাত ১০ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১ ঘন্টা মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নরসিংদী কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও জুটমিলের প্রত্যদর্শী শ্রমিকরা জানান, রাত ১০ টার দিকে ইউএমসি জুটমিলের চাঁদপুর ইউনিটের পাটের চট তৈরির কারখানায় হঠাৎ আগুন দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী কার্যালয়ের দুটি ইউনিট ও মাধবদীর ২টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎণিকভাবে আগুন লাগার কারণ ও য়তির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নরসিংদী কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট রাত প্রায় ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়। তদন্তের পর আগুন লাগার কারণ ও য়তির পরিমাণ সম্পর্কে বলা যাবে।



এই বিভাগের আরও