মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৪ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০৭:১৬ এএম


মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, ট্রাক-শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শফিউর রহমানসহ জেলা পুলিশ ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে সমাজ থেকে তৃণমূলে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সকলের সহযোগিতা কামনা করেন অতিথিবৃন্দ।



এই বিভাগের আরও