নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ পিএম


নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

গ্রেপ্তারকৃতরা হলো- মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন মনির (২৮), শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফাজায়েল ভূইয়া রয়েল (২৫), পলাশের জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশের শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূইয়া (২৮), পলাশ থানা ছাত্রলীগের সদস্য মোঃ রাজু মিয়া (৩১), শিবপুর থানা ছাত্রলীগের সদস্য মোঃ ফরহাদ আফরাদ (১৮), মনোহরদী থানা ছাত্রলীগের সদস্য মোঃ জাহিদ মোল্লা (২৪) ও পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো: আমিনুল ইসলাম (২৬)।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতরা নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী) মামলার আসামী। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের দুটি গাড়ী হতে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, এসময় তাদের হেফাজত হতে “ভ্যাট বৃদ্ধি বন্ধ কর, ইউনুস তুই পদত্যাগ কর, ইউনুস তুই তওবা কর, জনগণের পায়ে ধর, যাহাতে শেখ হাসিনা সহ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার এবং মাননীয় প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের ছবি সম্বলিত কাগজের মুখোশ পাওয়া যায়। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 



এই বিভাগের আরও