নরসিংদীতে শীতার্তদের মধ্যে চেম্বার অব কমার্সের উদ্যোগে চাদর বিতরণ

৩১ জানুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:১৮ এএম


নরসিংদীতে শীতার্তদের মধ্যে চেম্বার অব কমার্সের উদ্যোগে চাদর বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী চেম্বার অব কমার্সের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে চাদর বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকেলে চেম্বার ভবনের সামনে এসব চাদর বিতরণ করা হয়।

চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাশিদুল হাসান রিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাদর বিতরণ করেন। চেম্বার অব কমার্সের নিজস্ব অর্থায়নে নরসিংদী শহরের পাঁচশত হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে এসব চাদর (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও চাদর বিতরণ করা হবে বলে জানান চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ।
এসময় চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইউম মোল্লা, পরিচালক আওলাদ হোসেন মোল্লা, নাজমুল হক ভুঁইয়া, সারোয়ার জাহান ঝন্টু, দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও