হাড়িধোয়া নদীর কচুরিপানা অপসারণ শুরু
২৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১২:০৪ এএম

নিজস্ব প্রতিবেদক:
দূষণের শীর্ষ তালিকায় থাকা নরসিংদীর হাড়িধোয়া নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফেরাতে কচুরিপানা অপসারণ শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে ভেলানগর ব্রীজ ও কারারচর এলাকায় ৬ শত শ্রমিকের মাধ্যমে কচুরিপানা অপসারণ কাজ শুরু করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, হাড়িধোয়া নদীর নরসিংদী জেলা অংশের ৩৭ কিলোমিটার ব্যাপক দূষণের কবলে। নদীর স্বাভাবিক অবস্থা দূরের কথা পানি পর্যন্ত দেখা যাচ্ছে না। এতে জীববৈচিত্র ধ্বংস হওয়াসহ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ঐতিহ্যবাহী এ নদীটির স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনাসহ দূষণমুক্ত করণের জন্য দুটি অংশে ৬ শত শ্রমিক দিয়ে কচুরিপানা অপসারণ শুরু করা হয়েছে। পানির গতিপ্রবাহ বৃদ্ধিসহ নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। এর আগে নদী তীরের বর্জ্য অপসারণ কর্মসূচীও করা হয়েছে। নদীর স্বাভাবিক জীব-বৈচিত্র ফিরিয়ে আনতে এবং দূষণরোধে সবরকম প্রচেষ্টা চালানো হবে। কচুরিপানা অপসারণের মাধ্যমে আমরা সেটা শুরু করেছি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) উদ্যোগে দেশের ৫৬টি প্রধান নদ-নদীর দূষণ নিয়ে বছরব্যাপী গবেষণাকর্মে ওঠে আসা তথ্যমতে, সবচেয়ে বেশি দূষণের তালিকায় থাকা ৩ নদীর মধ্যে রয়েছে নরসিংদীর হাড়িধোয়া নদী।
বিভাগ : নরসিংদীর খবর
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের
- ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: নরসিংদীতে শিবির সেক্রেটারি
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের
- ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: নরসিংদীতে শিবির সেক্রেটারি