বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৫ মে ২০২৪, ১২:৩২ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ০৮:১৭ এএম


বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় বালক-বালিকাদের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিভাবান খেলোয়াড় নির্ধারণের লক্ষ্যে এ প্রতিযোগতা অনুষ্ঠিত হয়।

 

নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোবারুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের বালক ও বালিকারা অংশগ্রহণ করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রউফ ভূঁইয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার লাইলী এবং খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ।

প্রতিযোগিতায় মোট ৭৬ জনকে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ হিসেবে ব্যক্তিগত পুরস্কার ও সনদ প্রদান করা হয়।



এই বিভাগের আরও