নরসিংদীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০২ এএম


নরসিংদীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরিসহ ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী শহরতলীর গাবতলী বনবিভাগ এলাকায় জেলা ও শহর বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গাবতলী বনবিভাগ এলাকা থেকে বের হয়ে ঘোড়াদিয়া সংগীতা এলাকায় শেষ হয়।   

এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা মহিলা দলের সভাপতি এড. উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, শহর যুবদলের সভাপতি আলমগীর হোসেন, শহর যুবদলের সহ-সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, যে কোন মূল্যে ৭ জানুয়ারির এক তরফা নির্বাচন বন্ধ করা হবে। নির্বাচন বন্ধ ও সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। সকল আন্দোলন সফল করার লক্ষ্যে রাজপথে থেকে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।



এই বিভাগের আরও