নরসিংদীতে হাতমুখ ধৌত করার সময় মেঘনায় ডুবে কিশোরের মৃত্যু

১৮ এপ্রিল ২০২৩, ০৭:৩৬ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৩:০৬ এএম


নরসিংদীতে হাতমুখ ধৌত করার সময় মেঘনায় ডুবে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে মেঘনা নদীতে ডুবে নিরব মিয়া (১৪) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী ফায়ার সার্ভিস।

নিহত নিরব সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার শাহিন আলম এর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

নরসিংদী ফায়ার সার্ভিস ও ‍সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বন্ধুদের সাথে নদীর পারে ঘুরতে যায় নিরব। এসময় শেখ হাসিনা সেতু এলাকায় মেঘনা নদীর পারে হাতমুখ ধৌত করার জন্য গেলে পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায় সে। বিকাল ৩টার দিকে জরুরী সেবা নম্বর ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে শেখ হাসিনা সেতুর নীচ মেঘনা নদী থেকে নিরবের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

 



এই বিভাগের আরও