নরসিংদীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

৩০ মার্চ ২০২৩, ০৩:৪৪ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ১০:২৫ পিএম


নরসিংদীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সদর থানার বাগহাটা মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী সদর থানার সাহেপ্রতাপ গ্রামের মোঃ আঃ জলিল মিয়া ওরফে আনোয়ার হোসেনের ছেলে রবিন ওরফে রনি (৩২) ও নরসিংদী সদর থানার বাগহাটা (টেকপাড়া) গ্রামের  আতাউল্লাহর ছেলে মোঃ দুলাল মিয়া (৩১)।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বুধবার দিবাগত রাতে নরসিংদী সদর থানার বাগহাটা মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে চিহ্নিত দুই সন্ত্রাসী রনি ও দুলালকে আটক করা হয়। এসময় তাদের দখল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও মাদকসহ ৩ টি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 



এই বিভাগের আরও