ভেলানগরে মুদি দোকানে আগুন

১২ মার্চ ২০২৩, ১২:০১ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৫:০০ এএম


ভেলানগরে মুদি দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌর এলাকার ভেলানগর এলাকায় একটি মুদি দোকান ও পাশে থাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ভেলানগর এলাকার মানিকরোডে একটি মুদি দোকানের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা ২ টি ফ্রিজ বিস্ফোরণ হলে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশে থাকা একটি বসতঘরেও আগুন ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দুটি ফ্রিজ, মুদি মালামাল ও পাশের ঘরে থাকা আসবাবপত্র।

এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। নরসিংদী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান উদ্দিন বলেন, ঘটনায় কোনো হতাহত নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।



এই বিভাগের আরও