নরসিংদীতে বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি

২৩ জানুয়ারি ২০২৩, ১২:৫২ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৭:১৯ এএম


নরসিংদীতে বাজারে আগুন, কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদরের ভেলানগর বাজারে মুদি, জুতা ও কাপড়পট্টিতে আগুন লেগে পুড়ে গেছে মোট ৮ টি দোকান। এতে ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ।
 
 
স্থানীয়রা জানায়, সোমবার ভোর চারটার দিকে বাজারের একটি মুদি দোকানে আগুন দেখতে পায় বাজারে থাকা লোকজন। মুহুর্তেই আগুনটি পাশের একটি কাপড়ের দোকানে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে এটি কাপড়পট্টি ও জুতা পট্টিতেও ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে চারটার দিকে নরসিংদী সদরের ২ টি ও শিবপুর ফায়ার সার্ভিসের ১টি সহ মোট ৩ টি ইউনিট কাজ শুরু করলে ১ ঘন্টার মাথায় ভোর পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
 
৮ টি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেলেও কোনো হতাহত নেই জানিয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, কিভাবে আগুনের সূত্রপাত এখনই তা বলা যাচ্ছেনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার ধারনা করা হচ্ছে। 


এই বিভাগের আরও