জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক পোস্টার বিতরণ
০৯ জানুয়ারি ২০২৩, ০৫:১৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ এএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক পোস্টার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মন্দিতে নরসিংদী আইডিয়াল হাই স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পোস্টার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় বিদ্যালয়টির শ্রেণি কক্ষ সমূহের দেয়ালে ২টি করে সচেতনতামূলক পোস্টার লাগিয়ে দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক সমস্যা প্রতিরোধে এবং বই পড়া, সুষম খাদ্য গ্রহণসহ ইত্যাদি অনুসরণীয় বিষয়াবলী সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে পোস্টার বিতরণের উদ্যোগ নেয়া হয়। জেলার সকল বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে মোট ১১ হাজার সচেতনতামূলক পোস্টার লাগানো হচ্ছে।
এসব পোস্টারে- বই আমাদের পরম বন্ধু, জ্ঞান অর্জন করব অগাধ সিন্ধু: বইয়ের একটি চরণ পঠন, জ্ঞানীর সাথে আলাপ যেমন: সুস্থতা সুঠাম দেহ মন, খেলাধুলায় করবো গঠন: জারি সারি লোকগীতি, ধর্মনিরপেক্ষ মোদের সংস্কৃতি: ডিম দুধ মাছ মাংস খেলে হবে দেহ গঠন, শরীরে শক্তি যোগাবে ভাত স্নেহ ভিটামিন: রোগ প্রতিরোধ গড়তে খাবে শাকসব্জি, আয়োডিন যুক্ত লবন খেতে হবে রোজই: প্রতি ইঞ্চি জমি করবো চাষ, সুখে শান্তিতে থাকবো বারো মাস: দেশকে মায়ের মত ভালবাসবো, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো: এমন সব স্লোগান লেখা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম ইবনুল হাসান ইভেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, আজকে জেলার প্রতিটি বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণিকক্ষে ২টি করে পোস্টার লাগিয়ে দেয়া হবে। তোমরা শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে প্রবেশ করার সময় এবং বের হয়ে যাবার সময় এ পোস্টার তোমাদের নজরে পড়বে। এই পোস্টার তোমরা সবাই পড়বে। তাহলেই মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে