নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

১৬ ডিসেম্বর ২০২২, ০৪:০৯ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০১:০৮ পিএম


নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে মহান বিজয় দিবস ২০২২। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


এর আগে সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী মুসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে সকাল ৮টায় নরসিংদী মুসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও কুচকাওয়াজসহ মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী করা হয়। 



এই বিভাগের আরও