নরসিংদীতে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

১০ ডিসেম্বর ২০২২, ০৬:২৮ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১৬ এএম


নরসিংদীতে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা ও শহর আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। দেশের ক্ষতি করে সন্ত্রাস নৈরাজ্য করতে দেওয়া হবে না। তাদের সন্ত্রাসী কার্যকলাপ এদেশের সাধারণ মানুষ মেনে নেবে না।