নরসিংদীতে বেড়েছে বেশিরভাগ মসলার দাম

২৪ অক্টোবর ২০২২, ১০:০১ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৯ এএম


নরসিংদীতে বেড়েছে বেশিরভাগ মসলার দাম
ছবিটি নরসিংদী পৌর শহরের শিক্ষাচত্ত্বর বাজার থেকে তোলা

নিজস্ব প্রতিবেদক:
১ সপ্তাহের ব্যবধানে নরসিংদীতে বেড়েছে নিত্য ব্যবহৃত বেশিরভাগ মসলার দাম। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আদা, এলাচ, লং, কিসমিস, গুলমরিচ, কালিজিরা, বাদাম এবং তেজপাতা। অপরদিকে, জিরা, দারচিনি এবং শুকনা মরিচের দাম অপরিবর্তিত রয়েছে।


বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আদা এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি, ১৯০০ টাকা কেজির এলাচ ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২১০০ টাকায়, কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে লং বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়, ৩৯০ টাকা কেজি দরে বিক্রি হওয়া  কিসমিস বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৪০ টাকায়, কেজিপ্রতি ১০ টাকা বেড়ে তেজপাতা বিক্রি হচ্ছে  ১১০ টাকায়, বাদাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা এবং কেজিপ্রতি অন্তত ৩০০ টাকা বেড়েছে কালিজিরার দাম। যা বর্তমানে বিক্রি হচ্ছে ৪৩০০ টাকা কেজি।


এছাড়া, অপরিবর্তিত দামে জিরা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৬০ টাকা, দারচিনি ৫০০, শুকনা মরিচ ৪৬০ এবং মরিচের গুড়া ৪৮০ টাকা । দাম বৃদ্ধির ফলে সমস্যায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। অপরদিকে, মসলার দাম বাড়ার পেছনে সিন্ডিকেট কাজ করছে বলে দাবী বিক্রেতার।



এই বিভাগের আরও