নরসিংদীতে নিসচার আলোচনা সভা ও লিফলেট বিতরণ

০৫ অক্টোবর ২০২২, ০৫:৩৬ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম


নরসিংদীতে নিসচার আলোচনা সভা ও লিফলেট বিতরণ

মোমেন খান:

নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে নিসচার নরসিংদীর কার্যালয়ে এই আলোচনা সভা শেষে ভেলানগর, জেলখানা মোড়ে লিফলেট বিতরণ করা হয়।

একই দিন সকালে নিসচা নরসিংদীর কার্যালয়ে নবগঠিত নরসিংদী জেলা শাখা কমিটির সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা), নরসিংদী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন ভূইয়া সোহাগের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশ নেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সাখাওয়াত হোসেন, পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ, নিসচা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফয়সাল সরকার, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোমেন খান, দপ্তর সম্পাদক ইমুরুল শাহিন,  নির্বাহী সদস্য আব্দুল হান্নান মানিক, মোহাম্মদ হোসেন লিটন, সাবিকুন্নাহার শিউলী, মো. এরশাদ মিয়া, আল-আমিন, কাজল দাস, কবীর হোসেন মাসুম, জাহিদ হাসান সরকার প্রমূখ।



এই বিভাগের আরও