মাধবদীতে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা প্রদান

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৮ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১০:১৮ পিএম


মাধবদীতে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে ৬শ মানুষকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের কন্দ্রপদী মেঘনা বাজার এলাকায় এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প কর্মসূচীর আয়োজন করে গোপালদী বাজার ব্লাড ফাউন্ডেশন। এসময় তিনজন অভিজ্ঞ চিকিসৎকের মাধ্যমে প্রায় ৬শ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুহাম্মদ আল-আমিন রহমান।

কন্দ্রপদী বাইতুল আমান জামে মসজিদ এর সভাপতি হাজী মো. ইদ্রিস আলী ভূইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, হাজী মফিজ উদ্দিন ফাউন্ডেশর এর চেয়ারম্যান মো. এমদাদুল হক, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সহ-সভাপতি আহসান হাবীব রোমান, সাধারণ সম্পাদক হাজী রোমান, অর্থ সম্পাদক মো. আনোয়ার মোল্লা, যুব নগর মডেল স্কুল এর চেয়ারম্যান মো. আবদুল হামিদ প্রমূখ।



এই বিভাগের আরও