কেরাত প্রতিযোগিতায় জেলায় শ্রেষ্ঠ নজরুল ইসলাম

০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৭ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম


কেরাত প্রতিযোগিতায় জেলায় শ্রেষ্ঠ নজরুল ইসলাম

মুহাম্মদ মুছা মিয়া:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে “ক” বিভাগে কেরাত প্রতিযোগীতায় নরিসংদী জেলায় শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার ১০ শ্রেণির ছাত্র হাফেজ মোঃ নজরুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকালে নরসিংদী জেলা শিশু একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী জেলায় কেরাত বিভাগে শ্রেষ্ঠ প্রতিযোগী মোঃ নজরুল ইসলামের হাতে পুরস্কার তুলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া প্রমূখ।

জেলায় কেরাত প্রতিযোগীতায় শ্রেষ্ঠ হওয়ায় হাফেজ মোঃ নজরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষক, ছাত্রী-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



এই বিভাগের আরও