নরসিংদীতে ৮ কেজি গাঁজাসহ আটক ২

১৬ এপ্রিল ২০২২, ০৮:৪৩ পিএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:০৫ এএম


নরসিংদীতে ৮ কেজি গাঁজাসহ আটক ২

তৌহিদুর রহমান:

নরসিংদীতে বিক্রির সময় ৮ কেজি গাজাঁসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে নরসিংদী সদর থানার সাহেপ্রতাপ এলাকায় অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়। আটককৃতরা হলো, রায়পুরা থানার মেথিকান্দা এলাকার আব্বাস আলীর ছেলে জহিরুল ইসলাম জহির (২৬) ও ঢাকা জেলার ধামরাই থানার শুয়াপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে রোমান (২৩)।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোহাম্মদ গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত জহিরের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলা রয়েছে।



এই বিভাগের আরও