পরিবেশ রক্ষায় নরসিংদীতে বিভিন্ন শিল্পকারখানাকে অর্থদণ্ড

২৮ মার্চ ২০২২, ০৮:২৬ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ এএম


পরিবেশ রক্ষায় নরসিংদীতে বিভিন্ন শিল্পকারখানাকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ রক্ষায় নরসিংদীর বিভিন্ন শিল্পকারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় এই অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এসময়ে নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকায় কয়েকটি টেক্সটাইল কারখানায় পরিবেশ দূষণের প্রমাণ সাপেক্ষে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়।

এরমধ্যে বি. এল. এ্যাপারেলস-কে ই.টি.পি. (Effluent Treatment Plant) ব্যবহার না করে কারাখানার দূষিত বর্জ্য সরাসরি ফেলে দিয়ে পরিবেশকে দূষণ করার দায়ে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং একই এলাকার মাসকো এক্সপোর্টস-কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী এর সহকারী পরিচালক মো. শরিফুল হক এবং জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সংরক্ষণে জেলা প্রশাসন, নরসিংদীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।



এই বিভাগের আরও