নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল সফল করতে অবস্থান কর্মসূচী পালন

২২ মার্চ ২০২২, ০৪:৫৫ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম


নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল সফল করতে অবস্থান কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ অর্ধ দিবস হরতাল সফল করতে নরসিংদীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার বিকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন সিপিবি নেতা কমরেড জাকির হোসেন, বাসদ নেতা কমরেড নিখিল দাস, বাম গণতান্ত্রিক জোট নরসিংদীর সমন্বয়ক কমরেড সুমন আজাদ, সিপিবি নেতা কমরেড হাসান, কমরেড মুক্তা, ছাত্র ইউনিয়ন নেতা বিপ্লব সাহা প্রমুখ।

এসময় রেশন ব্যবস্থা চালু করে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের জান বাঁচানোর দাবি জানান বক্তারা। অস্বাভাবিক হারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয় অবস্থান কর্মসূচী থেকে।



এই বিভাগের আরও