ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহতের বিচার দাবিতে মানববন্ধন

০৩ মার্চ ২০২২, ০৮:২২ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:১২ পিএম


ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহতের বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রাক্টর চাপায় ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্র নিহতের ঘটনায় চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নজরপুরের চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মূতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন, মূতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মোবারক সরকার, সহকারি শিক্ষক সাজ্জাদ উল্লাহ বাবুল, ওবায়দুল্লাহ খান, নোয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, সামাজিক সংগঠন জাগ্রত মানবতা’র সভাপতি শাহ্ আলম, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ইকবাল হোসেন স্বাধীন, বাংলাদেশ ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূইয়া, নিহত স্কুল ছাত্রের বাবা খোকন মিয়া ও দাদা আব্দুল ওহাব মিয়া।


এসময় বক্তারা বলেন, গত ২৬ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নজরপুরের চম্পকনগরে সড়ক পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মূতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তামজিদ প্রধানের মৃত্যু হয়। এসময় দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর চালককে আটক করে পুলিশ। এটি হত্যাকান্ড দাবি করে চালকের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি দাবি করা হয়।



এই বিভাগের আরও