নরসিংদীতে ক্ষুধার্তদের জন্য মেহমানখানা

০৪ আগস্ট ২০২১, ০৭:০১ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম


নরসিংদীতে ক্ষুধার্তদের জন্য মেহমানখানা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে চলমান লকডাউনে বিপাকে পড়া অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে দুপুরের খাবারের জন্য মেহমানখানা চালু করেছেন আমরা ক’জন নামে স্থানীয় কয়েকজন উদ্যোক্তা। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের জেলখানা মোড়স্থ একটি রেষ্টুরেন্ট এর সামনে এই মেহমানখানা চালু করা হয়েছে।

প্রথম দিন মঙ্গলবার এ মেহমানখানার উদ্বোধন করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী মোর্শেদ।

মঙ্গলবার দুপুর ১টা থেকে ওই মেহমানখানায় অসহায় ও ক্ষুধার্ত মানুষকে আপ্যায়িত করা হচ্ছে। প্রথমদিন দুপুরে দুই শতাধিক ক্ষুধার্ত মানুষকে খিচুরি খাওয়ানো হয়। গতকাল বুধবার দ্বিতীয় দিন আপ্যায়িত হয়েছেন তিনশত মানুষ। এসময় সকলকে চেয়ার টেবিলে বসিয়ে পেট ভরে খিচুরি খেতে দেয়া হয়। 

মেহমানখানার প্রধান উদ্যোক্তা নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ জানান, লকডাউনজনিত কারণে অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। দরিদ্র অসহায় মানুষগুলো এখন দিশেহারা। রুজি-রোজগার করতে না পেরে খাদ্য সংকটে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রতিদিন দুপুর ১টায় ক্ষুর্ধাত মানুষের পাশে থেকে মেহমানদারী করার লক্ষে এই মেহমানখানা চালু করা হয়েছে। করোনা মহামারি সংকট দূর না হওয়া পর্যন্ত এই আয়োজন অব্যাহত থাকবে।



এই বিভাগের আরও