নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বই পড়া, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

০৯ জুন ২০২১, ০৬:১০ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম


নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বই পড়া, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যােগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বই পড়া, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ জুন) দুপুরে জেলা শিশু একাডেমির সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক।

নরসিংদী শিশু একাডেমির লাইব্রেরিয়ান নূর মোহাম্মদ ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



এই বিভাগের আরও