নরসিংদীতে নতুন জামায় শতাধিক পথশিশুর মুখে হাসি

১০ মে ২০২১, ০৩:১৫ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম


নরসিংদীতে নতুন জামায় শতাধিক পথশিশুর মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে হাসি ফুটেছে শতাধিক পথশিশুর মুখে। সোমবার (১০ মে)  দুপুরে নরসিংদী সরকারি কলেজের তমালতলায় এসব জামা তুলে দেয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নরসিংদী।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল জানান, প্রতি বছরের মতো এবারের ঈদেও নিজস্ব অর্থায়নে শতাধিক পথশিশুর মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন জামা তুলে দেয়া হয়েছে। এসব শিশুরা নরসিংদী শহরের রাস্তাঘাট, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও বাজারে অবহেলিত ও সুবিধাবঞ্চিত।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ কালাম মাহমুদ, নরসিংদী সদর সহকারি কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া, পরিবেশ অধিদপ্তর ফেনীর পরিদর্শক ফাইজুর কবির, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি  প্রমুখ।



এই বিভাগের আরও