নরসিংদীতে লকডাউন কার্যকর করতে প্রশাসনের অভিযান

০৫ এপ্রিল ২০২১, ০৬:৩৪ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম


নরসিংদীতে লকডাউন কার্যকর করতে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী শহরের বিভিন্ন সড়ক, বাজার ও মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিপনী বিতান ও সড়ক, মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ করাসহ লকডাউনে সরকারের দেয়া ১১ দফা নির্দেশনা মানাতে সতর্কতামূলক প্রচারণা চালায় জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

লকডাউনে সাধারণ মানুষকে ঘরে থাকতে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে সচেতনতা না বাড়লে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মোঃ শাহ আলম মিয়া।



এই বিভাগের আরও