এক সপ্তাহ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপ স্বাস্থ্যকেন্দ্রে
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৫:০৫ এএম

মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার চ্যারিটেবল ডিসপেনসারিতে (উপ স্বাস্থ্যকেন্দ্র) এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ফলে ওই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে এসে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগী ও তার স্বজনেরা। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। যথাযথভাবে সংরক্ষণ করা যাচ্ছে না প্রয়োজনীয় ও মূল্যবান ওষুধপত্র।
থানা চ্যারিটেবল ডিসপেনসারিতে দায়িত্বরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ সোহাগ মিয়া জানান, ‘এই স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন ৭০-৮০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পল্লী বিদ্যুৎ অফিস স্বাস্থ্য কেন্দ্রের সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। পুনরায় সংযোগ দেওয়ার জন্য লিখিত আবেদন দিয়ে বারবার অনুরোধ করা হলেও তারা সংযোগ দিচ্ছে না। কোন প্রকার নোটিশ না করে আকস্মিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় চরম দুর্ভোগের মুখে আছি। বিদ্যুৎ না থাকায় ফ্যান ও বাতি বন্ধ রয়েছে। যার কারণে স্বাভাবিক কাজকর্ম চরমভাবে বিঘ্নিত হচ্ছে।’
চিকিৎসা সেবা নিতে আসা তাজুল ইসলাম কাজল বলেন, ‘জ্বর, ঠান্ডা নিয়ে চিকিৎসা নিতে এসেছিলাম। বাহির থেকে ভিতরে গিয়ে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। মোমবাতি জ্বালিয়ে ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছেন। বিদ্যুৎ ছাড়া কিভাবে একটি হাসপাতাল চলে?’
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, ‘বিদ্যুৎ বিল বকেয়ার অজুহাতে উপস্বাস্থ্য কেন্দ্রের বিদ্যুৎ সংযোগটি বিছিন্ন করা হয়েছে। এতে এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় নানা সমস্যা দেখা দিয়েছে।’
মনোহরদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম আজিজুর রহমান বলেন, ‘বিল বকেয়ার কারণে নিয়ম অনুযায়ী সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুনঃসংযোগের আবেদন এখনো পাইনি। আবেদন পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
বিভাগ : নরসিংদীর খবর
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক