মনোহরদীতে বিদ্যুস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

০৯ নভেম্বর ২০২২, ১২:৪৭ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম


মনোহরদীতে বিদ্যুস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুস্পর্শে আনোয়ার হোসেন (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।

নিহত আনোয়ার হোসেন মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও স্থানীয়  ব্রাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে একটি গাছের ডাল কাটতে গাছে উঠে। এসময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে পাকা রাস্তায় পরে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এই বিভাগের আরও