মাধবদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৪ জুন ২০২০, ০৮:১৪ পিএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম


মাধবদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদী থেকে ইয়াবাসহ মোঃ কামাল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যায় মাধবদী থানার সৈকাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক নূরে আলম হোসাইন   সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সৈকাদী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সৈকাদী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ কামাল হোসেন এর দখল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে।



এই বিভাগের আরও