মাধবদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

১৭ জুন ২০২৩, ০৫:১৫ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ এএম


মাধবদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ সেশনে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাপ্তাহিক জনতার চিন্তার নির্বাহী সম্পাদক এড. আবুল হাসনাত মাসুমকে সভাপতি, দৈনিক আমার সংবাদের মাধবদী প্রতিনিধি মশিউর রহমান সিরাজ ও দৈনিক আলোচনার নির্বাহী সম্পাদক ওবায়দুর রহমানকে সহ-সভাপতি, ভোরের ডাকের মাধবদী প্রতিনিধি মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, মোহনা টিভির নরসিংদী (দক্ষিন) প্রতিনিধি মোঃ রেজাউল করিমকে যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়াকে কোষাধ্যক্ষ, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মোঃ মনিরুজ্জামানকে সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, দৈনিক দেশের কন্ঠের মাধবদী প্রতিনিধি মোজাম্মেল হক দিনারকে দপ্তর সম্পাদক এবং জাগরণী টিভির মাধবদী প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, সাপ্তাহিক খোরাকের নির্বাহী সম্পাদক মোঃ ফজলুল হক মিলন, দৈনিক এশিয়া বাণীর মাধবদী প্রতিনিধি এড. ফাতেমা বেগমকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।



এই বিভাগের আরও