বেলাবতে দুইশ বছরের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ
২৭ জুলাই ২০২০, ০৫:৫৫ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০২:৪৭ পিএম

বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে দুইশ বছরের চলাচলের একটি পুরাতন রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে আমিনুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের রাজারামপুর গ্রামের সফর আলীর ছেলে আমিনুল হক সহ তার সন্তানদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন এলাকাবাসী।
তবে গ্রামবাসীর এমন অভিযোগ অস্বীকার করে আমিনুল হকের ছেলে মোঃ নাসির মিয়ার দাবি এটা তাদের ক্রয়কৃত সম্পত্তি। অন্যদিকে আমিনুল হক ও তার পরিবার কর্তৃক রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করার প্রতিবাদে গ্রামবাসী বিভিন্ন দপ্তরে আবেদন সহ একাধিকবার মানববন্ধনও করেছেন।
ক্ষতিগ্রস্থ গ্রামবাসী জানান, প্রায় দুইশ বছর ধরে পুরাতন এই রাস্তা দিয়ে রাজারামপুর গ্রাম সহ আশেপাশের প্রায় বিভিন্ন গ্রামের লোকজন যাতায়াত করতো। রাস্তাটি ছিল এ গ্রামের মানুষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে কৃষি নির্ভর রাজারামপুর গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতো। এলাকার ছেলে মেয়েরা স্কুল কলেজে যাতায়াত করতো। কিন্তু দেড় বছর যাবত আমিনুল হক অন্যায়ভাবে নিজের জমি দাবি করে রাস্তার উপর ঘর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়।
রাজারামপুর গ্রামের রুহুল কবির বলেন, আমাদের পূর্ব পুরুষরা এ রাস্তা দিয়ে চলাচল করতো, আমরাও করেছি। কিন্তু আমিনুল হক ও তার ছেলেরা এ রাস্তার উপর ঘর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি দীর্ঘদিনের রাস্তাটি যেন খুলে দেয়া হয়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, এ রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু এ রাস্তার উপর আমিনুল হক ঘর নির্মাণ করায় রাস্তাটি বন্ধ হয়ে যায়। তাছাড়া আমি ইউপি সদস্য থাকাকালীন সরকারের অর্থায়নে এ রাস্তায় মাটি ভরাট করেছি।
অভিযুক্ত আমিনুল হকের ছেলে নাসির মিয়া বলেন, আমরা কারো জমি দখল করিনি, এটা আমাদের ক্রয়কৃত জমি।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তা মোঃ বেলাল হোসেন বলেন, উক্ত গ্রামের আমিনুল হক গং একটি পুরাতন রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় পুরাতন রাস্তা হতে ঘর ভেঙ্গে রাস্তাটি খুলে দেয়ার জন্য আমিনুল হককে বলার পর তিনি তখন ঘরের কিছু অংশ নিজ দায়িত্বে খুলে নিয়েছিলেন। কিন্তু আমি চলে আসার পর তিনি পূণরায় ঐ রাস্তার উপর ঘর নির্মাণ করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি